728x90 AdSpace

Latest News

Sunday, 11 November 2018

পুরুলিয়ায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ ২০ টি পরিবারের


ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ মা-মাটি-মানুষের উন্নয়নে আবারও পুরুলিয়ায় তৃণমূলে শক্তিবৃদ্ধি।এবার পুরুলিয়ার মানবাজারে মন্ত্রী সন্ধ্যারানী টুডুর হাত ধরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ২০ টি পরিবার।


দুই পৃথক দুর্ঘটনার মৃত মানবাজারের তৃণমূলের নির্বাচিত সদস্য গুরুপদ সিং ও সত্যপ্রিয় মাহাতর স্মৃতির উদ্দেশ্যে এদিন হুল্লুং -এ একটি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে বামনির মাঝিহিড়া অঞ্চলের কালারডি গ্রাম থেকে সিপিএম সমর্থিত ২০ টি পরিবার যোগদান করেন তৃণমূলে।যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। এদিনের যোগদানী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া সাংসদ মৃগাঙ্ক মাহাত ও জেলা পরিষদের সদস্য গুরুপদ টুডু সহ আরও অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা।

যোগদানকারীদের মধ্যে রামজীবন টুডু,নিখিল টুডু,অনিল টুডু,সহদেব টুডু,গোবিন্দ মান্ডি,বাবুলাল মান্ডি,শক্তিপদ হাঁসদা এরা বলেন,"মা-মাটি-মানুষের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও এলাকার উন্নয়নের স্বার্থে আজ আমরা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।" অপরদিকে মন্ত্রী সন্ধ্যারানী টুডু বলেন,"মা-মাটি-মানুষের উন্নয়নে নিজেদের এলাকাকে রাঙিয়ে তুলতে তারা আজ তৃণমূলে যোগদান করলেন। আমরা তাদের সকলকে দলে স্বাগত জানালাম।"
পুরুলিয়ায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ ২০ টি পরিবারের
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top