
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ প্রায় ৩০ বছর ধরে পূর্ব বর্ধমানের রায়নার বাজিতপুর তেলারপাড়ে অনুষ্ঠিত হয়ে আসছে বন্ধুত্বের বন্ধনে জড়ানোর উৎসব সহেলা। পুজোর উদ্যোক্তা স্বামী কার্তিকানন্দজী জানিয়েছেন, প্রায় ৩০ বছর আগে পাশের একটি গ্রামে মনসা পূজো উপলক্ষ্যে গেলে তাঁকে অপমানিত হতে হয়। তারপরই তিনি এই তেলার পাড়ে শুরু করেন সহেলা উৎসব। সেই থেকেই প্রতিবছর ২৯ শে কার্তিক অনুষ্ঠিত হয়ে আসছে সহেলা উৎসব। এই উৎসব বন্ধুত্বের উৎসব। গ্রামবাসীরা জানিয়েছেন, মা মনসার পূজোর পর শুরু হয় মালা বদল করে বন্ধুত্ব পাতানো। তারপর চলে মিষ্টি মুখ। শুধু কচি কাঁচারা নয়, অংশ নেন সকল বয়সের ও সকল ধর্মের মানুষ। এই উপলক্ষে আয়োজিত করা হয়েছে বিশাল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ছবি - ইন্টারনেট
0 comments:
Post a comment