
ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ আইন নিজের হাতে তুলে নিয়ে এক অটো চালক পেটানোর অভিযোগ উঠলো তৃণমূল পরিচালিত বাস শ্রমিক ইউনিয়ন নেতার বিরুদ্ধে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে ওই নেতাকেই ধাক্কা দিয়েছে অটো চালকরা। আর এই তরজার মাঝে সারাদিন বাস ও অটো চলাচল বন্ধ থাকায় নাকাল হয়েছেন নিত্য যাত্রীরা। ঘটনাটি সোমবার সকালে ঘটে কালনা নতুন বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগ কালনা-ধাত্রীগ্রাম রুটের এক অটো চালক খোকন মজুমদার এদিন সকালে অটো নিয়ে বাসস্ট্যান্ড আসে। তাকে দেখতে পেয়ে দলবল নিয়ে ছুটে আসে কালনা বাস শ্রমিক ইউনিয়নের নেতা অঞ্জন চ্যাটার্জি। অভিযোগ খোকন মজুমদারকে মাটিতে ফেলে দিয়ে ব্যাপক মারধর করে তারা। অন্যদিকে অভিযুক্ত অঞ্জন চ্যাটার্জির পক্ষ থেকে কালনা থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তাতে বলা বলা হয়েছে বে-আইনি অটো চলাচলের প্রতিবাদ করে অঞ্জনবাবুকেই অটো চালকরা হেনস্থা করেছে। দুই পক্ষের এই টানাপোড়েনে সারাদিন কালনায় বাস ও অটো চলাচল বন্ধ থাকায় চরম হয়রানির শিকার হন নিত্য যাত্রীরা।
0 comments:
Post a comment