ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ পুরুলিয়ার জেলাশাসক ও পুলিশ সুপারকে পদ থেকে সরাতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিলেন বিজেপির রাজ্য নেতা মুকুল রায়।এদিন সংবাদ মাধ্যমের কাছে তিনি একথা জানানোর পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে আইন মেনে কাজ না করার অভিযোগও করেন। তিনি বলেন, "জেলাশাসক অলকেশ প্রসাদ রায় ও জেলা পুলিশসুপার আকাশ মাঘারিয়া আইন মেনে কাজ করছেন না জেলায়। শাসক দলের হয়ে কাজ করছেন তারা দুজনেই।" একিসঙ্গে তিনি আরও বলেন, "জেলাশাসক অস্বীকার করতে পারবেন না যে পঞ্চায়েত নির্বাচনে তাঁর জেলায় ১১ জন খুন হয়েছেন। ৩৮টি পঞ্চায়েতে এখনও বোর্ড গঠন হয়নি। যার যুক্তি হিসেবে বলা হচ্ছে, আইনশৃঙ্খলার অবনতির কথা। কিন্তু জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ? "
Monday, 12 November 2018
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a comment