728x90 AdSpace

Latest News

Thursday, 15 November 2018

কালনায় প্রতিভাবান ছাত্রের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ কালনার গ্রামকালনা গ্রামের নিকট ভাগীরথী নদী থেকে বৃহস্পতিবার সকালে এক প্রতিভাবান কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। মৃত সৌভিক কুন্ডুর (১৯) বাড়ি কালনা-১ নং পঞ্চায়েত সমিতির মেদগাছি গ্রামে। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। 

জানা গেছে, প্রাথমিক স্কুল শিক্ষকের একমাত্র সন্তান সৌভিক জীবনে স্কুলে প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। সে মাধ্যমিকে ৯৩ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৮৬ শতাংশ নম্বর পেয়েছিল। বর্তমানে সে মুরাগাছা কলেজে পদার্থ বিজ্ঞানে অনার্স নিয়ে বিএসসি দ্বিতীয় বর্ষে পড়ছিল। তার এক নিকট আত্মীয় সুজিত কুন্ডু জানান, বুধবার সকালে পড়তে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি সৌভিক। দুপুরের পর থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। কালনা থানায় মিসিং ডাইরিও করা হয়। বুধবার সন্ধ্যায় ভাগীরথী নদীর পাড়ে সৌভিকের বইয়ের ব্যাগ ও সাইকেল পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ভাগীরথী নদীতে তার মৃতদেহ উদ্ধার হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করে তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। এদিকে প্রতিভাবান ছাত্রের রহস্য মৃত্যুতে পরিবারে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কালনায় প্রতিভাবান ছাত্রের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top