728x90 AdSpace

Latest News

Thursday, 29 November 2018

বিষ মদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২, পরিস্থিতি সামাল দিতে এলাকায় মন্ত্রি,বিধায়ক,আই জিফোকাস বেঙ্গল ডেস্ক,শান্তিপুরঃ শান্তিপুরের বিষমদ কাণ্ডে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। পাশাপাশি অবৈধ চোলাই বিক্রির অভিযোগে দু'জন মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ। ধৃত পাঁচ জনের নাম রিতা মল্লিক,সাধন বিশ্বাস,জয়দেব সাঁতরা,দেবন্তী মাহাতো ও গুচিয়া মাহাতো। এদের মধ্যে রিতা মল্লিক ও জয়দেব সাঁতরা কে কালনা থেকে ও বাকি তিনজনকে শান্তিপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের আদালতে তোলার সময় গুচিয়া মাহাতো নামের অভিযুক্ত চোলাই বিক্রেতা অসুস্থ বোধ করে ও মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে তার মাথা ফেটে যায়।গুরুতর আহত অবস্থায় গুচিয়া মাহাতো কে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

এদিকে শান্তিপুরে বিষ মদ কান্ডের ঘটনায় রাজ্য সরকার ইতিমধ্যেই মৃতদেহ পরিবার পিছু ২ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন, সাসপেন্ড হয়েছে ১১ জন আবগারি দপ্তরের অফিসার। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডির হাতে। কিন্তু অভিযোগ, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এলাকায় সিআইডির তদন্তকারী দলের দেখা পাওয়া যায়নি। তবে এদিনই নৃসিংহপুরের চৌধুরী পাড়ায় বিষ মদে নিহত ও অসুস্থদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সাথে ছিলেন এলাকার বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য। এদিন কারামন্ত্রী ও এলাকার বিধায়ক বাড়ী বাড়ী গিয়ে মৃত ও অসুস্থ পরিবার এর সদস্যদের সাথে কথা বলেন। পাশাপাশি আই জি সাউথ বেঙ্গল নিরাজ কুমার সিং সরজমিনে এলাকা পরিদর্শন করেন।
বিষ মদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২, পরিস্থিতি সামাল দিতে এলাকায় মন্ত্রি,বিধায়ক,আই জি
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top