
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান রমনা বাগান অভয়ারণ্যে ফের এক নতুন অতিথি আগমনের অপেক্ষায়। মঙ্গলবার এই অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ এমু পাখি একটি ডিম দিয়েছে। বনদপ্তর সুত্রে জানানো হয়েছে, গত এপ্রিল মাস নাগাদ কলকাতার আলিপুর থেকে একজোড়া এমু পাঠানো হয় বর্ধমান রমনা বাগানে। তারপর এই প্রথম স্ত্রী এমু ডিম দিল।
এখন কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে এমু দম্পতিকে। দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, মা এমুর ওপর নির্ভর করছে ডিম থেকে বাচ্চা বের হওয়ার বিষয়টি। কারন অনেক সময় এই সব পাখির ডিম তার মায়ের সঠিক যত্ন ও পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জানা গেছে, এর আগে গত মাসে এই অভয়ারণ্যে ময়ূরীর ডিম ফুটে একটি বাচ্চা হয়। তারও আগে হরিণ শাবকের জন্ম হয়েছিল এই অভয়ারণ্যে। সব মিলিয়ে শীত পড়তে না পড়তেই বর্ধমান রমনা বাগান অভয়ারণ্য নতুন অতিথিদের আগমনে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে বলেই মনে করছেন পশুপ্রেমী দর্শককুল।
0 comments:
Post a comment