ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ হতে যাচ্ছিলো বড় ভুল, তাও আবার বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ তবে তা ঘটবার আগেই বাঁচল এক নাবালিকা স্কুল ছাত্রীর জীবন ৷ আগামি ১৯ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিলো বর্ধমানের বেচারহাট শশ্মান পাড়ার বাসিন্দা এক কন্যা ও মালম্বার পানবরুই নিবাসী এক পাত্র ৷ বিশেষ সূত্রে এই খবর চলে আসে বর্ধমান জেলা আইনি পরিষেবা কেন্দ্রের পিএল ভি দীপায়ন দাসের কাছে ৷
বর্ধমান বানিপীঠ গালর্স স্কুলের অষ্টম শ্রেণীর ১৪ বছরের এই ছাত্রীর বিবাহ হতে চলার খবর পাওয়ার পরই পিএলভি দীপায়ন দাস যোগাযোগ করেন জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব তথা বিচারক জয়প্রকাশ সিং-এর সঙ্গে ৷ তাঁরই নির্দেশ মতো এরপর জেলা শিশুসুরক্ষা আধিকারিক সুদেষ্ণা মুখোপাধ্যায় ও চাইল্ডলাইন-এর আধিকারিক অভিজিৎ চৌবের সঙ্গে যোগাযোগ করে দীপায়ন বাবুরা পৌঁছে যান পাত্রীর বাড়ি ৷ সেখানে আইনি বিষয় বোঝানোর পর পাত্রীর মা বিষয়টি বুঝতে পারেন এবং মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার অঙ্গিকার পত্রে সাক্ষর করেন ৷ সামাজিক সচেতনতার আবার এক মহৎ দৃষ্টান্ত তুলে ধরলো জেলা আইনি পরিষেবা কেন্দ্র ৷ জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব তথা বিচারক জয়প্রকাশ সিং জানিয়েছেন, তাঁরা সারা বছরই মানুষের কাছে আইনি সচেতনতার বিষয়গুলো সহজভাবে তুলে ধরেন এবং মানুষের পাশে থাকেন ৷
0 comments:
Post a comment