
ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ জীবনের শেষ আন্তর্জাতিক মঞ্চে নেমে রেকর্ডই করে ফেললেন কালনার অভিজিৎ দেবনাথ ও নবদ্বীপ মায়াপুরের টিংকু সরকার। চলতি মাসের ১৭ ও ১৮ আজারবাইজানের বাকুতে হয়ে যাওয়া ওয়ার্ল্ড অ্যাক্রোবেটিক জিমন্যাসটিকে যুগ্মভাবে জিতে নিলেন মিডিয়া পাবলিসিটি আওয়ার্ড ৷ তাও সব থেকে সিনিয়ার প্রতিযোগী হিসাবে ৷ গর্বিত করলেন দেশকে ৷ দীর্ঘ সময় ধরেই জিমন্যাসটিককে এই দুজন মনে প্রানে আঁকড়ে ধরে ছিলেন ৷ অভিজিৎ বাবু বাঘনাপাড়া বয়েস হাইস্কুলের ফিজিক্যাল এডুকেশনের প্রশিক্ষক ৷ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে এই দুজন দিল্লীতে দেড়মাসের বিশেষ আনুশিলনও নিয়েছিলেন ৷
অত্যন্ত আক্ষেপের সঙ্গে এই দুজনের শুভাকাঙ্ক্ষী শিক্ষক প্রদিপ্ত ঘোষ সহ অনেকে একটাই কথা জানালেন, যেভাবে অন্য খেলা নিয়ে আমাদের দেশে মাতামাতি হয়, তার সামান্য যদি এই ধরনের খেলাগুলির প্রতি হতো তাহলে অনেকটাই এগিয়ে যেতে পারতো এর সঙ্গে জড়িয়ে থাকা প্রতিযোগীরা ৷ এই যুক্তির পক্ষে সমর্থনও করেন শিক্ষক সৌম্য ব্যানার্জী সহ অভিজিৎ দেবনাথের স্কুলের অন্য শিক্ষককেরাও ৷ তাই দেশের পতাকা আজারবাইজানে ওড়ালেও তার খবর এদেশে রাখেন কজন ৷ অথচ পুরস্কার মঞ্চে তাদের হাতে সম্মান দেওয়ার সময় উপস্থিত অন্যদেশের ক্রীড়াবিদ ও দর্শকরা হাততালি দিয়ে যে সম্মান জানিয়েছেন, তা তাদের কাছে চিরস্মরনীয় হয়েই রয়ে যাবে বলে জানিয়েছেন কৃতি দুই খেলোয়াড় ৷
0 comments:
Post a comment