728x90 AdSpace

Latest News

Sunday, 25 November 2018

পূর্বস্থলী থানার নতুন আইসি পদে যোগ দিলেন রাকেশ চন্দ্র মিশ্র


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলীঃ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার নতুন আইসি পদে যোগ দিলেন রাকেশ চন্দ্র মিশ্র। রবিবার ভারপ্রাপ্ত আইসি তথা কালনার সি আই তুহিন বিশ্বাসের কাছ থেকে দায়িত্ব ভার বুঝে নেন নতুন আইসি। দায়িত্বভার বুঝে নেওয়ার পর নাদনঘাট থানায় কালনার এসডিপিও এর সাথে দেখা করেন রাকেশ চন্দ্র মিশ্র এবং থানার সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে একপ্রস্থ আলোচনা হয় বলে পুলিশ সুত্রে জানা গেছে। 

জানা গেছে, রাকেশ বাবু এর আগে হাওড়ার সাকরাইলে সিআই পদে নিযুক্ত ছিলেন। পূর্ব বর্ধমান জেলাতেও একসময় কর্মরত ছিলেন। তিনি কালনার সিআই হিসাবেও সম্প্রতি এই জেলায় কাজ করে গেছেন। এদিন দায়িত্বভার গ্রহন করার পর থানার অন্যান্য অফিসারদের উদ্দেশ্যে নতুন আইসি পুরনো সব ঝামেলা ভুলে নতুন করে শুরু করার আহ্বান জানিয়েছেন।
পূর্বস্থলী থানার নতুন আইসি পদে যোগ দিলেন রাকেশ চন্দ্র মিশ্র
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top