
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ অবিলম্বে কেন্দ্রীয় হারে বেতন প্রদান এবং অবিলম্বে রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবীতে থালা হাতে রাস্তায় বিক্ষোভ মিছিলে হাঁটলেন প্রাথমিক শিক্ষকরা। বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলা শাখার উদ্যোগে এদিন বর্ধমান টাউন হল থেকে শিক্ষকরা হাতে থালা এবং ফেষ্টুন নিয়ে মিছিল করে জড়ো হন বর্ধমান কোর্ট কম্পাউণ্ডের নেতাজী মূর্তির পাদদেশে। সেখানে রাস্তায় বসে তাঁরা বিক্ষোভ দেখান। পরে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রাজকুমার বারিক জানিয়েছেন, বারবার রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার ক্ষেত্রে টালবাহানা করছেন। পিছিয়ে দেওয়া হচ্ছে পে কমিশনের রিপোর্ট অনুসারে বেতন কাঠামোর ঘোষণা। একইসঙ্গে দেশের অন্যান্য রাজ্যগুলিতে প্রাথমিক শিক্ষকদের বেতন অনেক বাড়ানো হয়েছে। তাই তাঁরা চাইছেন কেন্দ্রীয় হারে প্রাথমিক শিক্ষকদেরও বেতন দেওয়া হোক। আর এই দাবীতেই তাঁরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, এই দাবীতেই তাঁরা আগামী ১৮ ডিসেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছেন।
0 comments:
Post a comment