728x90 AdSpace

Latest News

Sunday, 11 November 2018

চালকের অসতর্কতায় যাত্রীবাহী বাস পড়ল পুকুরে, আহত ২০ফোকাস বেঙ্গল ডেস্ক, বালুরঘাটঃ যাত্রীবাহী বাস পড়ল পুকুরে। দুর্ঘটনায় আহত প্রায় ২০ জন। রবিবার ভর দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ২নং জলঘর গ্রাম পঞ্চায়েতের মাঝিনা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মতে নালাগোলা বালুরঘাট(চকভৃগু) রুটের একটি যাত্রীবাহী বাস বালুরঘাট অভিমুখে আসছিল। সেই সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারাই পুকুরে নেমে বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করে। এরপর দুর্ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন সহ বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে পৌছায়। স্থানীয় বাসিন্দা বাবুন বর্মণ জানান, বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি যাত্রীদের ব্যাগ সহ গুরুত্বপূর্ন জিনিসপত্র তারা পুলিশের হাতে তুলে দিয়েছেন। 

এদিকে দুর্ঘটনার কারন হিসাবে বাসটির চালকের বিরুদ্ধে উঠে এসেছে বিস্ফোরক অভিযোগ। দুর্ঘটনাগ্রস্ত বাসের এক যাত্রী তরুণ শীলের সন্দেহ, বাসের চালক হয় মদ্যপ অবস্থায় ছিলেন অথবা বাস চালানোর সময় মোবাইলে কথা বলছিলেন। এই একই অভিযোগ প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দা পেশায় ফল ব্যবসায়ী তাপস বর্মন-এরও। তাপস বর্মণ বাসের চালকের বিরুদ্ধে অভিযোগ করে জানান, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে করে তার ব্যবসার ফল আসছিল।তিনি বাসটি থেকে ফল নিতে গিয়ে দেখেন বাসের চালক মোবাইলে কথা বলতে বলতে বাস চালাচ্ছেন। এরপরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বলে জানান তাপস বর্মণ। দুর্ঘটনার পর থেকে পলাতক বাসের চালক। 

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় পুলিশ আহতদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্ত্তি করেছে। এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিল ট্রাফিক আইনকে অবজ্ঞা করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জারি করা নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে গাড়ী চলানোর সময় চালকরা কিভাবে মোবাইল ফোন ব্যবহার করছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডি.এস.পি (ডি.এন.টি) অমিত পাল জানান, দুর্ঘটনায় ১০-১২ জন আহত হয়েছেন। চালকের মোবাইলে কথা বলার জন্য দুর্ঘটনা কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ।
চালকের অসতর্কতায় যাত্রীবাহী বাস পড়ল পুকুরে, আহত ২০
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top