ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ বন্ধুর স্ত্রীকে গণধর্ষণ করে সেই ভিডিও নেট এ ছেড়ে দেওয়ায় পুলিশ গ্রেপ্তার করলো জয়ন্ত দাস ওরফে জয়ন্ত কর্মকার নামে এক যুবককে। ধৃত যুবকের বাড়ি পূর্বস্থলী থানার ধীতপুর। ধৃত কে সোমবার কালনা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাচক করে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি এদিন স্বরডাঙ্গা গ্রামের আক্রান্ত বধূর গোপন জবানবন্দি রেকর্ড করা হয় আদালতে।
আক্রান্ত বধূর স্বামী পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে জানায়, অভিযুক্ত জয়ন্ত দাস তার বন্ধু। সে কয়েক দিন আগে স্ত্রীকে মেলা থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে একটা নির্জন বাগানে নিয়ে গিয়ে সেখানে তার আর এক বন্ধু রূপেশ দাস দুজন মিলে তাকে ধর্ষণ করে। পরে সেই ধর্ষণ এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।
0 comments:
Post a comment