
ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ মেয়ে কালো আর ছেলের থেকে লম্বা, আর এই কারনেই ছেলের পছন্দের পাত্রী হলেও মায়ের পছন্দ ছিল না। এই নিয়ে অশান্তির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন মা। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানার পাটুলি গ্রামে। সোমবার কালনা হাসপাতালে ময়নাতদন্ত হয় মৃতা আম্বা মজুমদারের (৩৯)।
জানা গেছে, একমাত্র ছেলে সুমন মজুমদার একজন প্রতিমা শিল্পী। সে পাড়ারই একটি মেয়েকে পছন্দ করে বিয়ে করার মনস্থির করে। কিন্তু বাড়ির সকলের এই বিয়েতে মত থাকলেও আম্বা দেবীর এই পাত্রী পছন্দ ছিল না। তাঁর যুক্তি ছিল মেয়ে কালো এবং ছেলের থেকে লম্বা। এই নিয়ে মজুমদার পরিবারে দ্বন্দ্ব শুরু হয়। শেষে এই দ্বন্দ্বের মীমাংসার ভার দেওয়া হয় আম্বা দেবীর বাবা সন্তোষ মন্ডলকে। তিনি পাত্রী দেখে যে সিদ্ধান্ত জানাবেন, সেটাই মজুমদার বাড়ির সকলেই মেনে নেবে। সন্তোষবাবু পাত্রী দেখে এসে নাতির মতকেই প্রাধান্য দেন। এটা মানতে না পেরে রবিবার সন্ধ্যায় বাড়ির সকলের অনুপস্থিতে আম্বা দেবী নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। এই ঘটনায় পরিবারে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
0 comments:
Post a comment