পল্লব ঘোষ,কালনাঃ চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজ্যের ৫৩ জনকে দেওয়া হল চিকিৎসা রত্ন সম্মান। প্রোগ্রেসিভ ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত বিজয়া সম্মিলনী ও মিলন উৎসবের মঞ্চ থেকে এই সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে নার্স, চিকিৎসক থেকে হাসপাতাল সুপার দেরও সম্মান দেওয়া হল। কালনা হাসপাতাল সুপার ডাঃ কৃষ্ণচন্দ্র বড়াইকে জনস্বার্থে তাঁর বেশ কয়েকটি পদক্ষেপের স্বীকৃতি স্বরূপ এই বিশেষ চিকিৎসা রত্ন সম্মানে ভূষিত করা হয়।এছাড়াও বারাসত হাসপাতালের সুপারকেও এই একই সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি, ডাঃ প্রণব রায় ও অন্যান্য আধিকারিক বৃন্দ।
0 comments:
Post a comment