ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ( কাতা মহিলা বিভাগ ) দ্বিতীয় হয়ে রৌপ্য পদক পেল পূর্বস্থলীর পামোলিকা দত্ত। এই প্রতিযোগিতায় কাতা পুরুষ বিভাগে রৌপ্য পদক পেয়েছে কলকাতার আর এক প্রতিযোগী দীপ্যেন্দু দত্ত। ১৭ ও ১৮ই নভেম্বর কাজাকিস্তানের আলমাটি শহরে দু'দিনের ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আসর বসে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২২ টি দেশ। মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ৫০৪ জন। ইন্টারন্যাশনাল বুদোকাই ইউনিয়ন এই ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়োডোকিউকুশিন এর ওয়ার্ল্ড ডিরেক্টর মাশিতেজ মিশিকে। এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে পূর্বস্থলীর পামলিকা দত্ত এবং কলকাতার দিব্যেন্দু দত্ত।
কাতার পুরুষ বিভাগে দিব্যেন্দুও দ্বিতীয় হয়ে রৌপ পদক জিতেছে। ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পামোলিকা দ্বিতীয় হয়েছে খবর পেয়ে পূর্বস্থলীতে খুশির হাওয়া বয়ে যায়। পূর্বস্থলীর কালেখাতলা-২ গ্রাম পঞ্চায়েতের শ্যামবাটি গ্রামে পামোলিকার বাড়ি। পামোলিকারর বাবা গোপাল দত্ত তেমন কোন কাজ করতে পারেন না। মা নবদ্বীপের একটি নার্সিংহোমে কাজ করেন। দুঃস্থ পরিবারের মেয়ে হয়েও পামলিকা ক্যারাটে শেখার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছন । উচ্চ মাধ্যমিক পাস করে সে এখন নবদ্বীপ কলেজে প্রথম বর্ষের কলা বিভাগের ছাত্রী। পামোলিকার প্রথম বিদেশ সফরের আগে স্থানীয় বাসিন্দারা আর্থিকভাবে বিশেষ সাহায্যের হাত বারিয়ে দিয়েছিল।
0 comments:
Post a comment