ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাড়িতে গ্যাসের আগুনে পুড়ে মারা গেলেন স্বামী। মৃতের নাম ধনেশ্বর গড়াই (৬৮)। বাড়ি আউশগ্রাম থানার বেলেন্ডা গ্রামে। বৃহঃস্পতিবার দুপুরে তিনি গ্যাস জ্বালিয়ে দুধ গরম করতে যান। সেই সময় গ্যাস সিলিন্ডার ফেটে যায়। গুরুতর আহত হন ধনেশ্বরবাবু। আহত হন তার স্ত্রী গীতারানী দেবীও। সঙ্গে সঙ্গে দুজনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বৃহস্পতিবার রাত্রে মারা যান ধনেশ্বরবাবু। আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তার স্ত্রী।
গ্যাস ফেটে মৃত্যু স্বামীর, আহত স্ত্রী

- Title : গ্যাস ফেটে মৃত্যু স্বামীর, আহত স্ত্রী
- Posted by :
- Date : November 16, 2018
- Labels : latest, state, জেলা, রাজ্য
0 comments:
Post a comment