
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ পর পর দু বছর ইষ্টজোন মহিলা ভলিবল চ্যাম্পিয়ান হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মহিলা ভলিবল দল ৷ আর সাথে সাথে এবার সারা ভারত বিশ্ববিদ্যালয় খেলার যোগ্যতাও অর্জন করল বর্ধমান। সম্প্রতি ত্রিপুরায় হয়ে যাওয়া ইষ্টজোন মহিলা ভলিবলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মহিলা দল ৩-০ হারাল কল্যানী বিশ্ববিদ্যালয় কে ৷ তার আগে সেমিফাইনালে বর্ধমান বিশ্ববিদ্যালয় ৩-০ সেটে হারায় কলকাতা ও পন্ডিত রবিশঙ্কর বিশ্ববিদ্যালয়কে ৷ গ্রুপ পর্যায়ের ম্যাচে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কেও ৩-২ সেটে হারায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মহিলা দল।
কোচ অসিত বরন সরকারের নেতৃত্বে আগামি ১৭ থেকে ২০ ডিসেম্বর জয়পুরের আইআইএস বিশ্ববিদ্যালয়ে হতে চলা সারা ভারত বিশ্ববিদ্যালয় মহিলা ভলিবলে খেলতে যাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় ৷ ইষ্টজোন এর মধ্যে এই প্রতিযোগিতায় বিশেষ নজর কাড়েন বর্ধমানের লিফটার ইশিতা রায়, লিবরো পায়েল দেবনাথ, সেন্টার ব্লকার পিয়ালী দাস, কাউন্টার অ্যাটাকার রিমিকা দাস। সারা ভারত বিশ্ববিদ্যালয় মহিলা ভলিবলেও ভাল ফলের ব্যাপারে আশাবাদী কোচ অসিত বরন সরকার।
0 comments:
Post a comment