
সৌমিক ভট্টাচার্য্য,পূর্ব বর্ধমানঃ কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন –“চলে যাব -তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ / প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল, / এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার “শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে”। প্রত্যেক শিশুর মধ্যেই থাকে বিরাট সম্ভাবনা। আজকের শিশুরাই আগামীদিনে দেশের ভবিষ্যৎ। দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের দরজায় পরিচয় করিয়ে দেবে যে আমরা ভারতবাসী।
শিশুদিবস পালনের মধ্যে দিয়ে প্রতিটি নাগরিককে মনে করিয়ে দেওয়া হয় যে ছোটরা কোনো হেলাফেলা বা অবহেলার পাত্র নয়। এদের স্বাস্থ, শিক্ষার দিকে আমাদের বেশি করে দৃষ্টি দিতে হবে। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য অনুকুল পরিবেশ দিতে হবে । ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে সেই রকমই এক অভাবনীয় শিশু দিবস পালন করল বর্ধমানের বিশ্বজিৎ ফাউন্ডেশন নামক এক সংস্থা। বর্ধমানের চেতনা কমিউনিটি কেয়ার সেন্টারে কয়েকজন ছাত্রীকে তাদের পড়াশোনার সামগ্রীর পাশাপাশি কিছু খাবার তুলে দেয় সংস্থাটি। পড়াশোনার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যতম সদস্য শিবম দে উপস্থিত ছাত্রীদের জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চায়। নিষ্পাপ শিশুদের মধ্যে থেকে কেউ বলে ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষিকা তো কেউ সিস্টার হওয়ার ইচ্ছা প্রকাশ করে।
0 comments:
Post a comment