728x90 AdSpace

Latest News

Tuesday, 13 November 2018

পুরুলিয়া জেলাজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ছটপুজোফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ পুরুলিয়া জেলাজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ছটপুজো।এবার বাঙালি,অবাঙালি এবং হিন্দিভাষীরাও মিলে মিশে সামিল পুজোর আয়োজনে। সামিল স্থানীয় প্রশাসনও। পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সহ আদ্রার সাহেব বাঁধ,আদ্রার সূর্য সরোবর, নিতুড়িয়ার দামোদর নদ ও ঝালদা মহকুমা এলাকার সুবর্ণরেখা ছাড়াও জেলার অন্যান্য নদী ঘাট গুলিতেও পুজোর আনন্দ উৎসাহ,উদ্দীপনায় মেতে উঠলেন পুণ‍্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষেরাও।

অপরদিকে পুরুলিয়া শহরের সূর্য মন্দির সহ জলাশয়গুলির ঘাট নতুন ভাবে সংস্কার করে সেজে উঠেছে এবছর। যেখানে ধর্মপ্রাণ মানুষের আবেগ বুঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পুরুলিয়া পৌরসভা। একিসঙ্গে পুণ‍্যার্থীদের সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জেলার নদী ঘাট গুলোয় পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতোও। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের তৎপরতাও ছিল চোখে পরার মত।
পুরুলিয়া জেলাজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ছটপুজো
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top