
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ছটপূজোকে কেন্দ্র করে মঙ্গলবার বিকাল থেকে বর্ধমানের দামোদর নদের সদরঘাট জনসমূদ্রের চেহারা নিল। এদিন বিকাল থেকেই কাতারে কাতারে ভক্তরা এসে জড়ো হন সদরঘাটে। কার্যত বিকাল থেকেই বর্ধমান আরামবাগ রোড তথা দামোদরের ওপর সদরঘাট ব্রীজ সংলগ্ন রাস্তা ছটপুজোর দখলে চলে যায়। ব্যাপক যানজট সৃষ্টি হয় চতুর্দিকেই। যদিও পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় গোটা এলাকায়।
প্রতিবছরই পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে থাকায় এবছর বেশ কিছু নতুন উদ্যোগ নেয় জেলা পুলিশ এবং ছটপুজো ওয়েলফেয়ার সমিতি। সদরঘাটে এবছর ঘাটের সংখ্যা করা হয়েছে ১০০। রয়েছে ড্রাগন লাইটের ১৪টি বিশালাকার স্ট্যাণ্ড। এছাড়াও পুলিশী ওয়াচ টাওয়ার করা হয় ২টি। এদিন বিকাল থেকেই পুণ্যার্থীরা সদরঘাটে সূর্যদেবতার পুজো করেন। পরিস্থিতি মোকাবিলায় একদিকে যেমন প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, তেমনি যে কোনো রকম দুর্ঘটনায় পদক্ষেপ গ্রহণ করার জন্য তৈরী রাখা হয় বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের ডুবুরি ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের।
প্রতিবছরই পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে থাকায় এবছর বেশ কিছু নতুন উদ্যোগ নেয় জেলা পুলিশ এবং ছটপুজো ওয়েলফেয়ার সমিতি। সদরঘাটে এবছর ঘাটের সংখ্যা করা হয়েছে ১০০। রয়েছে ড্রাগন লাইটের ১৪টি বিশালাকার স্ট্যাণ্ড। এছাড়াও পুলিশী ওয়াচ টাওয়ার করা হয় ২টি। এদিন বিকাল থেকেই পুণ্যার্থীরা সদরঘাটে সূর্যদেবতার পুজো করেন। পরিস্থিতি মোকাবিলায় একদিকে যেমন প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, তেমনি যে কোনো রকম দুর্ঘটনায় পদক্ষেপ গ্রহণ করার জন্য তৈরী রাখা হয় বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের ডুবুরি ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের।
0 comments:
Post a comment