728x90 AdSpace

Latest News

Monday, 5 November 2018

খণ্ডঘোষের রূপসা গ্রামের বাঁশতলা কালীপূজো ১০৪ বছরে পদার্পণ করল


ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষঃ খণ্ডঘোষের রূপসা গ্রামের শ্যামাকালী যা বাঁশতলা কালী নামে খ্যাত এবছর  ১০৪ বছরে পদার্পণ করল। জানা গেছে, একসময় এই গ্রামের বাসিন্দা বিমল মুখোপাধ্যায়, কমল মুখোপাধ্যায়, শ্যামল মুখোপাধ্যায়, নির্মল মুখোপাধ্যায়, ফকির সামন্ত, কাশীনাথ সামন্ত, এককরি পাল, শান্তিরাম পাল, পঞ্চানন রায়, গনেশ রায়, সাতকরি রায়, কনকদেব রায়, অনিল রায়, লক্ষীনারায়ন রায় প্রমুখদের উদ্যোগে প্রথম শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা শুরু হয় সর্বজনীন পুজো হিসাবে। পরবর্তীতে শ্যামল মুখোপাধ্যায় এই পূজার পূজারী হিসাবে প্রতি বছর ভক্তি সহযোগে মায়ের আরাধনা করতে থাকেন। তাঁর অবর্তমানে এখন তাঁর পুত্র দেবপ্রসাদ মুখোপাধ্যায় মায়ের আরাধনায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন। 

মায়ের মন্দির টি রূপসা রায় পাড়া ও ব্রাহ্মণ পাড়ার সন্ধিস্থলে অবস্থিত। মায়ের মন্দিরের সামনে একটা বড় দিঘী আছে, যেখানে অনেক ভক্ত আজও ভক্তিভরে নিজ নিজ মানত শোধ করেন। প্রতি বছর মায়ের পূজার পরদিন দ্বিপ্রহরে সমগ্র গ্রামের মানুষকে ভোগ খাওয়ানো হয়। এছাড়াও মায়ের মন্দিরের পাশে আছে স্থানীও ক্লাব 'কৃষ্টি'। এই ক্লাবের জন্ম ১৯৯৮ সালে। জন্মলগ্ন থেকে এই ক্লাব প্রতি বছর শ্যামা পূজার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রামের ও কিছু বহিরাগত শিল্পী নিয়ে। এই বছর কৃষ্টি ২১ তম বছরে পদার্পণ করল। এবছরের তিন দিন ব্যাপী অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ বাংলা ব্যান্ড সুরজিৎ ও বন্ধুরা। এছাড়াও আছে নৃত্যবাসা প্রেরণা- র নৃত্যানুষ্ঠান এবং গীতিনাট্য চিত্রাঙ্গদা।  গ্রামের ছোট ছোট শিল্পী দের বিচিত্রানুষ্ঠান এখাকার কালী পূজোর অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। 

খণ্ডঘোষের রূপসা গ্রামের  বাঁশতলা কালীপূজো ১০৪ বছরে পদার্পণ করল
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top