ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ফের কচ্ছপ উদ্ধার হল ডাউন দুন এক্সপ্রেস থেকে। বৃহস্পতিবার বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে ডাউন দুন এক্সপ্রেস এসে দাঁড়ালে জিআরপির রুটিন তল্লাশির সময় ট্রেনের সামনের দিকে জেনারেল কামরায় সিটের নীচে একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগের মালিকের খোঁজ না পেয়ে সন্দেহ হয় জিআরপি কর্মীদের। ব্যাগটি ট্রেন থেকে নামিয়ে আনেন তারা। তারপর ব্যাগ খুলে দেখা য়ায় একটি চটের ব্যাগের ভিতর কচ্ছপ রয়েছে। ৪৩ টি কচ্ছপ উদ্ধার হয় চটের ব্যাগ থেকে। এরপর বনদপ্তরের হাতে উদ্ধার করা কচ্ছপ তুলে দেয় জিআরপি।
Thursday, 29 November 2018
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a comment