728x90 AdSpace

Latest News

Wednesday, 14 November 2018

বর্ধমান হাসপাতালে ডিউটিতে এসে নিখোঁজ হয়ে গেলেন এক চতুর্থ শ্রেণীর কর্মী,চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ডিউটিতে এসে হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে গেলেন এক চতুর্থ শ্রেণীর কর্মী। ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। নিখোঁজ কর্মীর নাম নিরঞ্জন দত্ত (৫৮)। বাড়ি বর্ধমানের কাঞ্চননগরের রথতলা এলাকায়। নিরঞ্জনবাবুর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত সোমবার সকাল ৯ টা নাগাদ নিরঞ্জনবাবু হাসপাতালে কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু বিকালে সাড়ে পাঁচটায় ছুটি হয়ে যাবার পরও সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। নিকট আত্মীয় সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পাওয়ায় গত মঙ্গলবার বর্ধমান থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। 

পরিবারের অভিযোগ, তাঁকে হয়ত কেউ বা কারা তুলে নিয়ে গেয়ে আটকে রেখেছে। এব্যাপারে হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা জানিয়েছেন, হাসপাতালের রেজিস্টার খাতায় তার উপস্থিতির সই আছে। এমনকি সিসিটিভি ফুটেজেও ৩.৩৫ নাগাদ তাকে ওইদিন দেখাও গেছে। এই ঘটনায় তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।
 বর্ধমান হাসপাতালে ডিউটিতে এসে নিখোঁজ হয়ে গেলেন এক চতুর্থ শ্রেণীর কর্মী,চাঞ্চল্য
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top