728x90 AdSpace

Latest News

Saturday, 6 October 2018

দ্বিতীয়বার মোটর সাইকেল কেনার টাকা না পাওয়ায় আত্মঘাতি ছেলে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ মদ্যপ ও জুয়াড়ি বড় ছেলে বাবার কাছে দ্বিতীয়বারের জন্য মোটরবাইক কেনার টাকা চেয়েও না পাওয়ায় বিষ খেয়ে আত্মঘাতি হল। মৃতের নাম দিলীপ কুমার পরামাণিক (৩৫)। বাড়ি বুদবুদ থানার শুকডাল এলাকায়। 

মৃতের বাবা সমর পরামাণিক জানিয়েছেন, প্রায় বছর দুয়েক হল তিনি জনস্বাস্থ্য ও ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে অবসর নিয়েছেন। তাঁর বড় ছেলে মদ্যপ ও জুয়াড়ি ছিল। অবসর নেওয়ার পর তাঁর প্রাপ্য টাকার ওপর নজর ছিল বড় ছেলের। এর আগেও তাঁকে একটি মোটরবাইক কিনে দেওয়া হয়েছিল। কিন্তু মাস তিনেক পর সেটি বিক্রি করে দেয়। সম্প্রতি ফের মোটরবাইক কিনে দেবার জন্য টাকা চাইছিল। কিন্তু তিনি তা দিতে রাজী না হওয়ায় শুক্রবার সে গ্রামের একপ্রান্তে থাকা শ্মশানে গিয়ে বিষ খায়। গ্রামবাসীরা দেখতে পেয়ে খবর দেয় তাঁদের। সেখান থেকে উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দ্বিতীয়বার মোটর সাইকেল কেনার টাকা না পাওয়ায় আত্মঘাতি ছেলে
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top