728x90 AdSpace

Latest News

Thursday, 20 September 2018

প্রধান-উপ প্রধান নির্বাচনে নজির সৃষ্টি করলো বাগিলা গ্রাম পঞ্চায়েত


ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারিঃ প্রধান-উপ প্রধান নির্বাচনে নজির সৃষ্টি করলো মেমারি-১ পঞ্চায়েত সমিতির বাগিলা গ্রাম পঞ্চায়েত। আজ এই নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসবের মেজাজ। যেখানে রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতে এই নির্বাচনকে কেন্দ্র করে আশান্তির বাতাবরন তৈরি হচ্ছে,  সেখানে এদিন বাগিলায় নব নির্বাচিত সদস্যরা ঢাক ঢোল বাজিয়ে সবুজ জামা আর মহিলারা সবুজ শাড়ি পড়ে আনন্দ করতে করতে পঞ্চায়েত অফিসে আসেন শপথ নিতে। এলাকার মানুষও এই আনন্দে সামিল হয়ে একজায়গায় বসে সবাই মিলে দুপুরের খাবার খান। কোনোরূপ ভোটাভোটি না করেই সর্ব সম্মতভাবে প্রধান পদে অরিন্দম ঘোষাল এবং উপ প্রধান পদে মৌটুসি রায় এর নাম ঘোষিত হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, সমীরন মজুমদার প্রমুখ। 
প্রধান-উপ প্রধান নির্বাচনে নজির সৃষ্টি করলো বাগিলা গ্রাম পঞ্চায়েত
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top