728x90 AdSpace

Latest News

Monday, 3 September 2018

অন্তঃসত্ত্বাকে নিয়ে যেতে মাতৃযান-এর পরিবর্তে মারুতি ভ্যান, দুর্ঘটনায় মৃত্যু হল দিদিমার, আহত অন্তঃসত্ত্বা সহ ৪ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ প্রসব যন্ত্রণা ওঠায় প্রসূতির পরিবার থেকে মাতৃযান-এ ফোন করে ডেকে পাঠালেও মাতৃযানের পরিবর্তে এসেছিল মারুতি ভ্যান। আর সেই গাড়িতে করেই অন্তঃসত্ত্বাকে নিয়ে কালনা মহকুমা হাসপাতালে যাবার সময় দুর্ঘটনায় মৃত্যু হল অন্তঃসত্ত্বার দিদিমা রাবিয়া বিবির(৭২)। গাড়িতে থাকা অন্তঃসত্ত্বা মহিলা সহ ৪জন এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি। মৃত এবং আহত সকলের বাড়ি কালনার ওসমানপুর গ্রামে।

অভিযোগ, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। চালক ঘুমিয়ে যাবার ফলে মারুতি ভ্যান সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি সিরিস গাছে। তারপরই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থল থেকে সকলকে উদ্ধার করে রবিবার রাতেই কালনা হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে রাবিয়া বিবিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্তঃসত্ত্বাকে নিয়ে যেতে মাতৃযান-এর পরিবর্তে মারুতি ভ্যান, দুর্ঘটনায় মৃত্যু হল দিদিমার, আহত অন্তঃসত্ত্বা সহ ৪
  • Title : অন্তঃসত্ত্বাকে নিয়ে যেতে মাতৃযান-এর পরিবর্তে মারুতি ভ্যান, দুর্ঘটনায় মৃত্যু হল দিদিমার, আহত অন্তঃসত্ত্বা সহ ৪
  • Posted by :
  • Date : September 03, 2018
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top