728x90 AdSpace

Latest News

Thursday, 6 September 2018

শিলিগুড়িকে টাইব্রেকারে হারিয়ে আবার জয় বর্ধমানেরফোকাস বেঙ্গল ডেস্ক,সিউড়িঃ আন্ত:জেলা অনুর্দ্ধ ১৭ ফুটবলের এক রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিল বর্ধমান ৷ সিউড়ি স্টেডিয়ামে ঘরের মাঠে বীরভূমকে হারানোর পর বর্ধমানের ছেলেরা টাইব্রেকারে ৪-৩ ব্যাবধানে হারালো শিলিগুড়িকে ৷ পুরো ৯০ মিনিট খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়েও কোন দল বল জালে জড়াতে পারেনি ৷ শেষমেশ টাইব্রেকারে খেলার নিস্পত্তি হয়। বর্ধমানের হয়ে অসাধারন গোলকিপিং করেন দীপঙ্কর সরকার ৷ তিনকাঠির নিচে হয়ে ওঠে অপ্রতিরোধ্য ৷ গত ম্যাচের পর এই ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন দীপঙ্কর ৷ 

ম্যাচ জেতায় খুশি কোচ বাপী বিশ্বাস ও দলের সঙ্গে সফরকারী ম্যানেজার সমর চন্দ্র দাস ৷ ভালো খেলেন বর্ধমানের কার্ত্তিক রাজোয়ার, গৌতম রাজবংশী, প্রীয়াংশু দাস ৷ দল সেমিফাইনালে পৌঁছানোয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা ফুটবল সম্পাদক দেবাশিষ কোনার সহ সাধারন সম্পাদক পীরদাস মন্ডল ৷ খুশি সংস্থার অন্য সদস্য অশেষ বন্ধু আচার্য, চিত্তরঞ্জন দাস, চন্দন সেন সহ সাধারন সমর্থকেরা।

শিলিগুড়িকে টাইব্রেকারে হারিয়ে আবার জয় বর্ধমানের
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top