728x90 AdSpace

Latest News

Tuesday, 25 September 2018

আগুনে ভস্মীভূত দুটি টায়ারের দোকান


ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ আগুনে ভস্মীভূত হয়ে গেল দুটি টায়ারের দোকান।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের ভাটবাঁধ মিশন রোডের ভিক্টোরিয়া স্কুল মোড় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন সকালে টায়ারের দোকান দুটি থেকে ধোঁয়া বেরোতে দেখলে স্থানীয়রা দমকলে খবর দেয়।কিন্তু দমকলের গাড়ি আসার আগেই দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে অভিযোগ। একটি দোকানের মালিক লালটু বাবু জানিয়েছেন, তাঁর দোকানে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে দমকলকর্মীরা প্রাথমিকভাবে অনুমান করছে। আরেকটি দোকানে টায়ার ব্লাস্ট করে আগুন লেগেছে।তাঁর অভিযোগ,প্রায় পাঁচলাখ টাকার ক্ষতি হয়ে গেছে।দমকল কাছে থাকা সত্ত্বেও সময় মতো তারা আসেনি। তারা একটু তৎপর থাকলে এতটা ক্ষতি হত না।

স্থানীয় কাউন্সিলর বিভাস রঞ্জন দাস বলেন, কলকাতার বাগরি মার্কেটের ঘটনার পর দমকলকর্মীদের একটু সচেতন ও তৎপর হওয়া উচিত ছিল। এছাড়াও ওই দোকান মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা তিনি জানিয়েছেন।
আগুনে ভস্মীভূত দুটি টায়ারের দোকান
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top