728x90 AdSpace

Latest News

Saturday, 15 September 2018

পুরুলিয়ায় আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার ৩ ডাকাত


ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ ডাকাতি করার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ৩ জনের এক ডাকাত দলকে আগ্নেয়াস্ত্র সমেত হাতেনাতে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। জানা যায়,গতকাল গভীর রাত্রে ওই ৩ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল পুরুলিয়া সদর থানার পুরনাবাঁধ এলাকায়। তৎক্ষনাৎ পুরুলিয়া জেলা পুলিশের কাছে সেই খবর আসতেই সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা হলেন,মণ্টু শা (৪৫), হাবিব শা (৩২), কুরবান শা (৩০), সকলের বাড়ি পুরুলিয়ার জয়পুর থানা এলাকার মুকুন্দপুর গ্রামে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, একটি দেশী বন্দুক সহ একটি কার্তুজ,একটি ভোজালি,রড,দড়ি, লাঠি সহ ইত্যাদি। পুলিশ সূত্রে আরও জানা যায়,ধৃত ৩ জনকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুরুলিয়ায় আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার ৩ ডাকাত
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top