728x90 AdSpace

Latest News

Wednesday, 19 September 2018

দাদা সৌমেনের পর এবার বোন সুপ্রিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি


সান্তনু দাস,পুরুলিয়াঃ ভোট যুদ্ধের ময়দানে নেমে দাদা সৌমেনের পর এবার বোন সুপ্রিয়া সভাপতির আসন ছিনিয়ে নিল পুরুলিয়ার কাশীপুর পঞ্চায়েত সমিতির।বাবা স্বপন বেলথরিয়া কাশীপুর বিধানসভার বিধায়ক ও দাদা সৌমেন বেলথরিয়া (প্রাক্তন সভাপতি) বর্তমানে পুরুলিয়া জেলা পরিষদের জয়ী সদস্য।"রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় বাবা ও দাদার দেখানো পথ ধরেই এলাকার উন্নয়নকে সঙ্গে নিয়ে এবার পথ চলা শুরু করবে",বলে জানালেন নবনির্বাচিত সভাপতি সুপ্রিয়া বেলথরিয়া।

রঘুনাথপুর মহকুমা শাসক আকাঙ্ক্ষা ভাস্করের নির্দেশানুসারে কাশীপুর ব্লকের বিডিও সুচেতনা দাসের  উপস্থিতিতে এদিন কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে নব নির্বাচিত সভাপতির নাম খামবন্দি অবস্থায় পৌছায়।যে খাম খুলতেই সভাপতি হিসেবে নাম বেরিয়ে আসে তৃণমূল প্রার্থী সুপ্রিয়া বেলথরিয়ার এবং সহ-সভাপতি হিসেবে নাম বেরিয়ে আসে কলম বাউরীর।

জানা যায়,কাশীপুর পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ছিল ৩৩ টি।যার মধ্যে ৩০ টি আসন দখল নেয় তৃণমূল এবং বাকি ৩ টি আসন দখল নেই বিজেপি।পরবর্তী সময়ে বিজেপির দু'জন জয়ী প্রার্থী তৃণমূলে যোগদান করলে তৃণমূলের মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২ টি এবং বিজেপির ১ টি।
দাদা সৌমেনের পর এবার বোন সুপ্রিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top