728x90 AdSpace

Latest News

Thursday, 6 September 2018

বর্ধমানে কবরস্থানের জঙ্গল পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ ১০০ দিনের কাজে কবরস্থানের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক ব্যক্তির। নাম শেখ মহসীন(৪৫)। বাড়ি পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার পালিতপুরে। এই ঘটনায় দাউদ মল্লিক নামে ওপর এক ব্যাক্তিকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মৃতের আত্মীয় কাজল মির্জা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় কবরস্থানের জঙ্গল পরিস্কারের কাজ করছিলেন শেখ মহসীন, দাউদ মল্লিক সহ বেশ কয়েকজন ব্যাক্তি। একটি বড় গাছ কাটার সময় সেটির ডাল হাই টেনশন বিদ্যুতের তারের ওপর গিয়ে পরে। সঙ্গে সঙ্গে শেখ মহসীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। দাউদ মল্লিকও একই সময়  বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পরেই স্থানীয় মানুষ আহত দুজনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শেখ মহসীনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
বর্ধমানে কবরস্থানের জঙ্গল পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির
  • Title : বর্ধমানে কবরস্থানের জঙ্গল পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির
  • Posted by :
  • Date : September 06, 2018
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top