728x90 AdSpace

Latest News

Tuesday, 11 September 2018

মধুচক্রের পর্দা ফাঁস, আটক ১৪ জন ছেলে-মেয়ে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বীরভূমঃ গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় মধুচক্রের পর্দা ফাঁস করল বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশ। শুধুমাত্র সন্দেহের বশে উকি মেরে দেখতে গিয়েছিল এক পুলিশ কর্মচারী, আর তাতেই ফাঁস হয়ে গেল মধুচক্রের মধুর চাক। মঙ্গলবার সকালে সাঁইথিয়া স্টেশন সংলগ্ন লজটিতে হানা দেয় পুলিশ। আটক করা হয় ১৪ জন ছেলে-মেয়েকে। জানা গিয়েছে, রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের ধরে ওই লজে আনা হত। তার পরে সেখানেই রমরমিয়ে চলত মধুচক্রের আসর। ধৃত মহিলাদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদ, নদিয়া জেলার বাসিন্দা। অভিযোগ, স্কুল-কলেজের ছেলে-মেয়েরাও ওই লজে আসা যাওয়া করত। লজের ম্যানেজারকেও আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই লজটিকে ঘিরে অসামাজিক কাজকর্মও চলছিল। থানা থেকে ঢিল ছোড়া দুরত্ত্বে লজটি অবস্থিত। এমন জায়গায় কী করে রমরমিয়ে দেহব্যবসার আসর চলত সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
 মধুচক্রের পর্দা ফাঁস, আটক ১৪ জন ছেলে-মেয়ে
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top