
ফোকাস বেঙ্গল ডেস্ক,দুর্গাপুরঃ ফুটবল এখনও বেঁচে আছে গ্রাম বাংলায়, বাংলাই ফুটবলের সাপ্লাই লাইন ৷ তবে ফুটবলের উন্নতিতে থেকে গেছে অনেক খামতি ৷ কথাগুলো বলে গেলেন জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গাঙ্গূলী ৷ দুর্গাপুরে আশীষ জব্বর স্মৃতি ফুটবলের ফাইনালে মাঠে এসে এমনটাই জানালেন ভাস্কর গাঙ্গূলী ৷

ফাইনালে তানসেন এথলেটিক ক্লাব ৩-০ হারাল আমরা ক জন বয়েজ ক্লাবকে । ৭০এর দশকে দুর্গাপুর ইস্পাত নগরীর শ্রমিকরা এই ফুটবল প্রতিযোগিতার শুরু করলেও, মাঝে বন্ধ হয়ে যায় এই ঐতিহ্যশালী ফুটবল টুনামেন্ট । এরপর আবার শুরু হয় এবছর ৮টি দলকে নিয়ে। প্রাক্তন ফুটবলার সুখেন কুন্ডুকে জীবনকৃতি সন্মান তুলে দেওয়া হয়। ভাস্কর গাঙ্গুলী ছাড়াও মাঠে সন্মান জানান হয় সাফ গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের অন্যতম সদস্য ভুমি পুত্র সুবির সরকারকে। ছিলেন প্রাক্তন ফুটবলার বিশ্বজীত দাস, গৌতম দে, অমিতাভ ঘোষ ৷
0 comments:
Post a comment