
পিয়ালী দাস, বীরভূমঃ মহঃ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সরকারি অ্যাম্বুলেন্স চালককে মারধর এবং রোগীকে টেনে নামানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল প্যটেলনগরে। অভিযোগের তীর বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। জানা গেছে, মহঃ বাজার ব্লকস্বাস্থ্য কেন্দ্রে ১০২ পরিষেবার দুটি সরকারী অ্যাম্বুলেন্স চলে। হাসপাতাল চত্বরে আরো পাঁচটি বেসরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায়। এর আগেও সরকারি অ্যাম্বুলেন্সে রোগীদের উঠতে না দেওয়া,প্রসূতিকে টেনে নামানোর অভিযোগ উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। বুধবার সকালে যখন সরকারী অ্যাম্বুলেন্সের চালক অরূপ দাস রেফার হওয়া রোগীকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাবার জন্য তুলছিলেন, সেইসময় তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। রোগীকে চাপানো হলে ফল ভালো হবে না বলে হুমকি দেয় বেসরকারি অ্যাম্বুলেন্সের দুই চালক সুবোধ গঁড়াই ও রবীন বাগ্দী। এরপর ঐ রোগীকে সিউড়ি হাসপাতালে দিয়ে এসে যখন স্বাস্থ্যকেন্দ্রের বাইরে অরূপ দাস টিফিন করছিলেন সেই সময় লাঠি নিয়ে তার উপর চড়াও হয় সুবোধ গঁড়াই ও রবীন বাগ্দী। তাকে মারধর করা হয় বলে অভিযোগ ।
এরপর এই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক। তদন্তে নেমেছে মহঃ বাজার থানার পুলিশ । মহঃ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি ও এম এইচ সুরাইয়া খাতুন জানান, এর আগেও এ নিয়ে ঝামেলা হয়েছে। দু পক্ষকে বোঝানো হয়েছিল। তবুও ঝামেলা চলছে প্রায়ই। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব অ্যাম্বুলেন্স স্বাস্থ্য কেন্দ্রের বাইরে থাকবে।রোগীর পরিজনরাই ঠিক করবে কোন অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবহার করবে। আরো দুটি সরকারী অ্যাম্বুলেন্স যাতে এই স্বাস্থ্য কেন্দ্রকে দেওয়া হয় তারজন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন করা হয়েছে।
0 comments:
Post a Comment