728x90 AdSpace

Latest News

Tuesday, 28 August 2018

ফের বর্ধমান শহরে পথ দুর্ঘটনায় মৃত্যুফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমানঃ বর্ধমান শহরের মধ্যেই ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বাজেপ্রতাপপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বহরমপুর থেকে বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ডের দিকে দ্রুত গতিতে আসার পথে একটি বাস বাজেপ্রতাপপুরের ওভার ব্রীজের কাছে একটি রিকশায় মুখোমুখি ধাক্কা মারে। রিকশায় থাকা যাত্রী এবং চালক দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। তখনি বাসের চাকায় পিষ্ট হন রিক্সায় বসে থাকা শেখ সুমন(৪৪) নামে এক ব্যাক্তি। গুরুতর জখম হন রিক্সা চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় ৫ নং ওয়ার্ডের হারেরডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ সুমনের। 

এদিকে এই এলাকায় পরপর দুর্ঘটনায় পথচারীর মৃত্যতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ঘাতক বাসটিতে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বাসটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক। এই ঘটনায় বেশ কিছুক্ষন যান চলাচল স্তব্ধ হয়ে যায়। দুর্ঘটনায় জখম রিক্সা চালককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফের বর্ধমান শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top