728x90 AdSpace

Latest News

Monday, 27 August 2018

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই শিশু কন্যারফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগঃ পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে খানাকুলের তাঁতিশাল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত দুই শিশুকন্যার নাম সালমা খাতুন(৭) ও জুলেখা পারভিন (৮)। সালমার বাড়ি তাঁতিশালে এলাকায়। আর জুলেখার বাড়ি আরামবাগের আরান্ডি এলাকায়। জুলেখা আরান্ডি থেকে মামার বাড়ি তাঁতিশালে থাকতো। দুজনেই দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। 

জানা গেছে, সোমবার দুপুরে জুলেখা ও সালমা একসাথেই বাড়ির কাছেই খেলা করছিল। তারা কখন দুজনেই পুকুরে স্নান করতে চলে যায় সেটা বাড়ির লোকেদের নজরে আসেনি। পুকুরের জলে স্নান করতে করতে সেখানেই দুজন তলিয়ে যায়। এদিকে বাড়ির লোকজন অনেকক্ষণ তাদের দেখতে না পাওয়ায় চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে। সেই সময় বাড়ির পাশেই পুকুরে খুঁজতে গিয়ে দেখতে পাওয়া যায় একজনের জুতা ভাসছে। তারপর ওই পুকুরেই খোঁজ শুরু হয় এবং দুই বোনেরই দেহ পুকুরে খুঁজে পান পরিবারের লোকজন। এর পরে পুলিশ এসে তাদের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই শিশু কন্যার
  • Title : পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই শিশু কন্যার
  • Posted by :
  • Date : August 27, 2018
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top