
ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ মাঝরাতের আগুনে বেশ কয়েকটি ঘর-বাড়ি সহ গবাদি পশু ভস্মিভূত হয়েছে। পাশাপাশি এক গৃহবধূ আগুনে ঝলসে যাওয়া সহ তিন টি গবাদি পশুরও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ পূর্বস্থলী থানার মেরতলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাজিয়ারা গ্রামে।
এই গ্রামের আব্দুল রশিদ সেখের বাড়ির গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুন লাগে। গরুর চিৎকারে এই বাড়ির সদস্যদের যখন ঘুম ভাঙে, তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে। গোয়াল ঘরের তিনটি গরু দড়ি ছিড়ে পালাতে সক্ষম হলেও দুটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়। অন্যদিকে এই পরিবারের গৃহবধূ হালেসা বিবি ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হন। তাঁকে উদ্ধার করে নবদ্বীপের প্রতাপনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
বামফ্রন্ট পরিচালিত মেরতলা গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্মেন্দু ঘরামী জানান, আগুনে বেশ কয়েকটি ঘর ভস্মিভূত এবং কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি । ওই পরিবারের আবেদনপত্র হাতে পেলেই ক্ষতিপূরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
0 comments:
Post a comment