ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ প্রতি ৩ মাস অন্তর বিদ্যুত বিল দিতে হচ্ছে ১ লক্ষ ৭০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন খরচ কমাতে। আর তাই বিদ্যুত বিলের খরচ কমাতে পূর্ব বর্ধমান জেলা পরিষদ কর্তৃপক্ষ সোলার পদ্ধতি বসানোর কাজ শুরু করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই এই পদ্ধতি চালুও হয়ে যাবে বলে জানা গেছে।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, প্রতি ৩ মাস অন্তর বিদ্যুত খরচের জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ হচ্ছিল। তাই তাঁরা এই খরচ কমানোর সিদ্ধান্ত নেন। এরপরই কেন্দ্র ও রাজ্য সরকারের ওই সোলার পদ্ধতি বসানোর সিদ্ধান্ত নেন। ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই সোলার পদ্ধতি বসানো হচ্ছে। এর ফলে পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদ্যুতের খরচ যেমন কমানো সম্ভব হবে, তেমনই ছুটির দিনের উদ্বৃত্ত বিদ্যুত বিদ্যুত দপ্তরকে তাঁরা বিক্রিও করতে পারবেন। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, জেলা পরিষদে ১০৪টি সোলার প্যানেল বসানো হয়েছে। এর মাধ্যমে ৩৮.২৫ কিলোওয়াট বিদ্যুত উত্পন্ন হবে। তিনি জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই এই পদ্ধতি চালু হয়ে যাবে।
0 comments:
Post a Comment