
ফোকাস বেঙ্গল ডেস্ক,জলপাইগুড়িঃ ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর জমি সংক্রান্ত একটি মামলার নথিপত্র বদল করার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করল খোদ পুলিশই। আদালত নথিপত্র খতিয়ে দেখতেই জানতে পারে তথ্যগত ভুল রয়েছে এফ আই আর এবং পুলিশের করা কেস ডায়েরির মধ্যে। এছাড়াও একাধিক তথ্যগত ভুলের জন্য জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারকে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন সিজেএম। এরপরই জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি-র নির্দেশে কোতোয়ালি থানার আই সি বিশ্বাশ্রয় সরকার তদন্ত শুরু করেন। ৬ আগস্ট আদালতের জিআরও পলাশ দত্ত রায় এবং ভক্তিনগর থানার তদন্তকারি অফিসার সন্দীপ দত্তের বিরুদ্ধে এরপরই অভিযোগ দায়ের করা হয়।
জানা গেছে, এরমধ্যেই আদালত থেকে জামিন পেয়েছে পলাশ। তবে এই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা মুখ্য বিচারবিভাগীয় আদালতের সহকারি সরকারি আইনজীবি প্রদীপ চ্যাটার্জি জানিয়েছেন, এই মামলায় আদালত নথি সংক্রান্ত ত্রুটি দেখেই জেলা পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছিল।
0 comments:
Post a comment