
ফোকাস বেঙ্গল ডেস্ক, আউশগ্রামঃ আউশগ্রামের অমরারগড়ের ক্যানেল পাড় থেকে উদ্ধার হল এক সদ্যোজাত শিশু কন্যা। স্থানীয় বাসিন্দা সোনামণি বেশরা জানান, বুধবার সন্ধ্যায় মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে ক্যানেল পাড়ে এই বাচ্চা টিকে পড়ে থাকতে দেখেন তিনি। এরপরই তিনি শিশুটিকে স্থানীয় জামতাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দেন। বৃহস্পতিবার সকালে শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।আউশগ্রাম থানার পুলিশ, বর্ধমান চাইল্ড লাইন এসে বর্ধমান হাসপাতাল নিয়ে যান।
0 comments:
Post a Comment