
পিয়ালী দাস, বীরভূমঃ চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে মারধরের অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাটের এক দোকানদারের বিরুদ্ধে।পরে পুলিশ এসে উদ্ধার করে ওই কিশোরকে। আটক করা হয়েছে অভিযুক্ত দোকানদার মঙ্গল সাহানিকে।
জানা গেছে, সোমবার দুপুরে বীরভূমের রামপুরহাটের বাসিন্দা শুভঙ্কর দাস তার মায়ের সাথে ব্যাংকে এসেছিল।সে ব্যাঙ্কের বাইরে একটি দোকানের পাশে বসে অপেক্ষা করছিল। এমন সময় ওই দোকানদার মঙ্গল সাহানী তাকে চোর অপবাদ দিয়ে মারধর করে বলে অভিযোগ। পরে পুলিশ এসে ওই কিশোরকে উদ্ধার করে এবং অভিযুক্ত দোকানদার কে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে ওই কিশোরের মা জানায়,"আমার ছেলে মানসিক ভারসাম্যহীন সে কি করে চুরি করতে পারে? আমার স্বামী চাকরি করে, আমার আরেক ছেলেও চাকরি করে। তার টাকা পয়সার কোন অভাব নাই। তাহলে কেন চুরি করতে যাবে।" যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছে ওই দোকানদার।
এদিকে সামান্য চুরির সন্দেহে একজন মানসিক ভারসাম্যহীন কিশোরকে মারধোরের তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক বৃন্দ।
0 comments:
Post a Comment