728x90 AdSpace

Latest News

Tuesday, 7 August 2018

বর্ধমানে পূণার্থী বোঝাই বাসের ধাক্কা দাঁড়িয়ে থাকা লরিতে, মৃত ২,জখম ২৫ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমানঃ চালকের অসাবধানতায় পূণার্থী বোঝাই বাস ধাক্কা মারল দাঁড়িয়ে থাকা লরির পিছনে।আর এই দুর্ঘটনায় মৃত্যু হল দুই মাঝ বয়সী মহিলা পূণার্থীর।জখম অন্তত ২৫ জন পূণার্থী। আহতদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের সুকান্তপল্লীর কাছে ২ নম্বর জাতীয় সড়কে। 

জানা গেছে,বাসটি বাবাধাম থেকে কালীঘাট যাওয়ার পথে জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ে। গত ৩ তারিখে ১২০ জন পূণার্থী নিয়ে বাসটি উত্তর প্রদেশের কুশীনগর থেকে রওনা দেয় বাবাধামের উদ্দেশ্যে। বুধবার কালীঘাট হয়ে ফেরার কথা ছিল বাসটির।পুলিশের প্রাথমিক অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা ঘটেছে।
বর্ধমানে পূণার্থী বোঝাই বাসের ধাক্কা দাঁড়িয়ে থাকা লরিতে, মৃত ২,জখম ২৫
  • Title : বর্ধমানে পূণার্থী বোঝাই বাসের ধাক্কা দাঁড়িয়ে থাকা লরিতে, মৃত ২,জখম ২৫
  • Posted by :
  • Date : August 07, 2018
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top