
ফোকাস বেঙ্গল ডেস্ক,আলিপুরদুয়ারঃ হাতি হামলায় গুরুতর আহত হল এক মাহুত । মাহুতের নাম রথীন্দ্র রাভা। ঘটনাটি ঘটেছে জলদাপাড়া অভয়ারণ্যের উত্তর রেঞ্জের ৫০ ফুট বিটের হাতিশালায়। জানা গিয়েছে ,গতকাল সন্ধে নাগাদ জঙ্গলে টহলদারি করে ফিরছিলেন তিনি। আচমকাই একটি কুনকি হাতি চড়াও হয় মাহুত রথীন্দ্র রাভার উপর। তাকে মাটিতে ফেলে দিয়ে দুটি দাঁত দিয়ে মাহুতের বুক ও মুখে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় মাহুতকে প্রথমে মাদারিহাট উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক ওই মাহুতকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করে দেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ,মাহুত শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে। তবে তার চিকিৎসা চলছে । জখম মাহুতের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে বনদপ্তর বলে জানা গিয়েছে।
0 comments:
Post a Comment