728x90 AdSpace

Latest News

Friday, 31 August 2018

ভরা মরসুমে মাঠ থেকে দল তুলে নেওয়ায় সমালোচনার মুখে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থাফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বিতর্ক পিছু ছাড়ছে না বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ৷ কখনো মাঠে রেফারী নিগ্রহ আবার কখনও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সাব কমিটির চেয়ারম্যানকে নেয়েই বিতর্ক। ভরা ফুটবল মরশুমে সুপার ডিভিশন ফুটবল লিগ থেকে হঠাৎ দল তুলে নিলেন রতন স্মৃতি সংঘের কর্তা সুজিত দাস ৷ যিনি কিনা জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সাব কমিটির চেয়ারম্যান ৷ প্রশ্ন উঠছে নির্দিষ্ট কারন ছাড়াই যদি চেয়ারম্যান এভাবে দল তুলে নেন, তাহলে অন্য ক্লাবগুলো কি ভাবে শৃঙ্খলা রক্ষা করবে ? 

দল তুলে নেওয়া প্রসঙ্গে বিডিএসএ-এর ফুটবল সম্পাদক দেবাশিষ কোনার জানান, তিনি বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সুজিত বাবুকে অনুরোধ করেছিলেন দল না তোলার জন্য, কিন্তু তার অনুরোধ রাখা হয় নি ৷ ক্রীড়া সংস্থার অন্য সদস্য অশেষ বন্ধু মুখার্জী, চন্দন সেন, অমিতাভ ভট্টাচার্য প্রমুখরাও এই ঘটনায় হকচকিয়ে যান ৷ ঘটনায় দু:খ প্রকাশ করে সংস্থার অন্যতম কর্তা তথা প্রাক্তন বিধায়ক উজ্বল প্রামানিক কোন মন্তব্য করতে চাননি ৷ পাশাপাশি এবিষয়ে চুপই থেকে গেলেন রেফারী সংস্থার সভাপতী গৌরীশঙ্কর ভট্টাচার্য, মন্তব্য করলেন না সদ্য পদত্যাগী রেফারী কর্তা শিবু রুদ্র ৷ এদিকে খেলার মাঠে এই ঘটনায় সাধারন ক্রীড়া প্রেমিদের একটাই কথা, কর্তারাই এমন করলে অন্য ক্লাব গুলো কি করবে।
ভরা মরসুমে মাঠ থেকে দল তুলে নেওয়ায় সমালোচনার মুখে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top