
ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগঃ প্রবল বর্ষণে বন্যার আশঙ্কায় আরামবাগ মহকুমার বাসিন্দারা। প্রশাসনও মাইকিং করে মানুষকে সতর্ক করেছে। ইতিমধ্যেই নদীর পাড় সংলগ্ন এলাকার বহু পরিবার উচুঁ জায়গায় আশ্রয় নিয়েছে।

গত বছর আরামবাগ শহরেই দ্বারকেশ্বর নদীর পাড় ভেঙ্গে গোটা শহরকেই ভাসিয়ে দিয়েছিল। এবারেও সেই আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। গ্রামেগঞ্জেও বিপদের আশঙ্কা বাড়ছে। যদিও আরামবাগ পুরসভার পক্ষ থেকে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবিষয়ে প্রশাসন তৎপর হয়ে উঠেছে। ইতিমধ্যেই আরামবাগ শহরের নিচু এলাকা থেকে বেশ কিছু পরিবারকে উচুঁ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরামবাগ মহকুমা প্রশাসন সুত্রে জানা গেছে, পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন তারা। ইরিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। সজাগ রয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং ইঞ্জিনিয়াররাও।
0 comments:
Post a comment