728x90 AdSpace

Latest News

Tuesday, 21 August 2018

গুসকরায় নামতে না পেরে ট্রেন থেকে ঝাঁপ এক ব্যাক্তিরফোকাস বেঙ্গল ডেস্ক,গুসকরাঃ ট্রেন থেকে ঝাপ মেরে আহত হল এক ব্যাক্তি। আহত ব্যক্তির নাম চিত্তরঞ্জন রক্ষিত।স্থানীয় ও রেল পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা ৩০ নাগাদ শান্তিনিকেতন এক্সপ্রেস গুসকরা স্টেশন ছাড়লে হটাৎ ঝাপ দেয় এক ব্যাক্তি। প্রাথমিক ভাবে অনুমান করা যাচ্ছে যে ওই ব্যাক্তি ট্রেনে ঘুমিয়ে পরার জন্য নামতে পারেননি স্টেশনে। পরে ট্রেন ছাড়লে বুঝতে পেরে ঝাপ দিয়ে নামতে যান তিনি।

জানা গেছে, ওই ব্যাক্তি চিত্তরঞ্জনে কাপড়ের ব্যাবসা করেন। আজ হাওড়া গিয়েছিল কাপড় আনতে।
গুসকরা স্টেশন এলেও নামেননি তিনি। তারপর ট্রেন ছাড়লে হাঠাৎ ঝাপিয়ে পরেন। 


আহত ব্যাক্তির বাড়ি আউসগ্রামের ওয়ারিসপুর। তাকে প্রথম গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে বর্ধমান নিয়ে যাওয়া হয়।
গুসকরায় নামতে না পেরে ট্রেন থেকে ঝাঁপ এক ব্যাক্তির
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top