
ফোকাস বেঙ্গল ডেস্ক,মালদাঃ গরু পাচারকারী সন্দেহে তিন যুবককে আটক করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে মালদা থানার আদমপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিন যুবক মহানন্দা নদী পেরিয়ে গরু পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে বিএসএফ জওয়ানরা পাচারে বাধা দেয়। সেই সময় পাচারকারীদের সাথে ধস্তাধস্তি হয় বিএসএফ জওয়ানদের বলে অভিযোগ। ওই সময় তিন জন পাচারকারী আহত হয়। তিন যুবক এবং ১৯টি গরু আটক করে বিএসএফ জওয়ানরা। তিনজন পাচারকারীকে আটক করে মালদা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গয়া চৌধুরী (৩০), রামু চৌধুরী (২৫) এবং অলোক চৌধুরী (৩০)। ধৃতদের বাড়ি মালদা থানার আদমপুর এলাকায়।তবে এর পেছনে আরও কেউ রয়েছে কিনা তা তদন্ত শুরু করছে মালদা থানার পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।
ছবি - ইন্টারনেট
0 comments:
Post a comment