728x90 AdSpace

Latest News

Tuesday, 24 July 2018

ঘরের সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করায় ননদ- শাশুড়ির হাতে আক্রান্ত গৃহবধূ, অভিযুক্ত ৫ফোকাস বেঙ্গল ডেস্ক,মালদাঃ ঘরের সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করায় ননদ-শাশুড়ির হাতে আক্রান্ত হল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় মালদা থানার হান্না মহব্বতপুর গ্রামে।এই ঘটনায় ননদ শাশুড়ি সহ মোট ৫ জনের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধুর নাম আরজিনা বিবি (১৯)। অভিযুক্ত শাশুড়ির নাম কোহিনুর বিবি এবং ননদ ফুলসারি বিবি। 

জানতে পারা গেছে, আক্রান্ত আরজিনা বিবির স্বামী সারিফুল শেখরা তিন ভাই এবং এক বোন। কিন্তু বোন বর্তমানে বাপের বাড়িতেই থাকে। গতকাল সন্ধ্যায় আরজিনা বিবির বাড়ির সামনে আবর্জনা ফেলার অভিযোগ উঠে ননদ ফুলসারি বিবির বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদ করলে লোহার রড দিয়ে আরজিনা বিবির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ননদ-শাশুড়ি সহ ৫ জনের বিরুদ্ধে। এরপর রক্তাক্ত অবস্থায় আরজিনা বিবিকে উদ্ধার করে প্রথমে মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই আরজিনা বিবি চিকিৎসাধীনঅই।এদিকে ঘটনার পর অভিযুক্তরা পলাতক। মালদা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।গতকাল সন্ধ্যায় মালদা থানার হান্না মহব্বতপুর গ্রামে
ঘরের সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করায় ননদ- শাশুড়ির হাতে আক্রান্ত গৃহবধূ, অভিযুক্ত ৫
  • Title : ঘরের সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করায় ননদ- শাশুড়ির হাতে আক্রান্ত গৃহবধূ, অভিযুক্ত ৫
  • Posted by :
  • Date : July 24, 2018
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top