728x90 AdSpace

Latest News

Sunday, 29 July 2018

ডিমডিমা চা বাগানে বুনো হাতির হামলায় মৃত -১ফোকাস বেঙ্গল ডেস্ক,আলিপুরদুয়ারঃ শনিবার গভীর রাতে ডিমডিমা চা বাগানে হাটখোলা ডাউনলাইনে হামলা চালাল একদল বুনো হাতি।আর আচমকা হাতির হামলায় বেঘোরে প্রান গেল এক বৃদ্ধের। নাম পুশা মুন্ডা (৬০)।তিনি মাদারিহাট -বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানের বাসিন্দা ছিলেন। স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে হাতির তান্ডবে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। পুশা মুন্ডা সেই সময় পরিস্থিতি বুঝতে বাড়ির উঠোনে এসে দাঁড়ায়। একটি হাতি হটাতই বাড়িতে ঢুকে এসে বৃদ্ধকে শুঁড়ে করে তুলে আছাড় মেরে দেয়। পরিবারের বাকি সদস্যরা কনরকমে পালিয়ে প্রানে বাঁচেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। খবর পেয়ে রবিবার ভোরে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে আসলেও তখন হাতির দল পালিয়ে যায়।

অন্যদিকে ওই ব্লকেরই মাদারিহাটে হাতি হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে চারটি ঘর । এছাড়াও আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পানবাড়িতে তিনটি ঘর ভেঙে দেয় হাতির দল ।বনবিভাগ থেকে জানানো হয়েছে ,নিয়ম অনুযায়ী মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে এবং যাদের ঘর ভেঙেছে তারাও ক্ষতিপূরণ পাবে।
ডিমডিমা চা বাগানে বুনো হাতির হামলায় মৃত -১
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top